All Menu

মৌলভীবাজার আদালতের ১০২৩টি নথি নষ্ট করা হয়েছে

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রেকর্ড রুমে রক্ষিত ধ্বংস-যোগ্য ১০২৩টি নথি নষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ধ্বংস-যোগ্য নথি বিনষ্ট কার্যক্রম শুরুর সময় মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার , সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানসহ রেকর্ড রুম সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান রেকর্ড রুম সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্য বলেন, ধ্বংস-যোগ্য নথিসমূহ বিধি মোতাবেক দ্রুততম সময়ে বিনষ্ট করতে হবে। তিনি বিচার-প্রার্থী জনগণকে উত্তম সেবা প্রদানে একটি দক্ষ যুগোপযোগী ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ রেকর্ড রুম গঠনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top