প্রকাশ : ডিসেম্বর ১৫, ২০২২ , ৬:২০ অপরাহ্ণ
শেয়ার করুন-
মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রেকর্ড রুমে রক্ষিত ধ্বংস-যোগ্য ১০২৩টি নথি নষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ধ্বংস-যোগ্য নথি বিনষ্ট কার্যক্রম শুরুর সময় মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার , সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানসহ রেকর্ড রুম সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান রেকর্ড রুম সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্য বলেন, ধ্বংস-যোগ্য নথিসমূহ বিধি মোতাবেক দ্রুততম সময়ে বিনষ্ট করতে হবে। তিনি বিচার-প্রার্থী জনগণকে উত্তম সেবা প্রদানে একটি দক্ষ যুগোপযোগী ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ রেকর্ড রুম গঠনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ১৫, ২০২২ , ৬:২০ অপরাহ্ণ
আর্কাইভ ক্যালেন্ডার
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।