All Menu

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর নাম শুভ দাস (২৯)। সে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর এলাকায় বাসিন্দা। শনিবার দিনগত রাত সাড়ে ১১টার সময় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় ৬১৫ পিস ইয়াবা জব্দ করে গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জানান, শনিবার (১০ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাঈম, এএসআই শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে তাকে আটক করে। পরে তল্লাশি করে তার বসতঘরের ওয়ারড্রব থেকে ৬১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top