All Menu

তেঁতুলিয়ায় মাদক ব্যবসায়ী আটক

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১৫ বোতল ফেনসিডিলসহ ফরিদ হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের বিড়ালীজোত এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। মাদক ব্যবসায়ী ফরিদ তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কানকাটা গ্রামের আব্দুর রহিমের ছেলে। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। ফরিদ হোসেন বিড়ালি বাজার এলাকায় প্রবেশ করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেস্টা চালায়। এসময় সাইকেল রেখে দৌড়ে পালানোর সময় একটি ব্যাগে ১৫ বোতল কোটিনযুক্ত ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ। পরে রাতেই তাকে থানা হাজতে নেয়া হয়। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top