ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে ৯৩ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ নূরুদ্দীন খান। এর আগে সোমবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে জেলার বোদা উপজেলার মালকাডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৭৪/২-এস এর ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেতবাড়ী সরদারপাড়া নামক এলাকা থেকে মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে জব্দ করে। জানা যায়, নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে মালকাডাঙ্গা বিওপির একটি টহল দল না: সুবে: শেখ আমিরুল ইসলাম এর নেতৃত্বে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বেতবাড়ী সরদারপাড়া এলাকায় খড়েরপালার নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় কষ্টি পাথরের মূর্তিটি জব্দ করা হয়। মূর্তিটির আনুমানিক দাম ধরা হয়েছে ৯৩ লক্ষ ১০ হাজার টাকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।