All Menu

হরিণাকুন্ডুতে হত্যা মামলায় প্রধান আসামী গ্রেফতার

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোবাইল ব্যবসায়ী হামিদুল ইসলাম জনি হত্যা মামলার প্রধান আসামী সজীব আহম্মেদ অপুকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। মধ্যরাতে পার্শ্ববর্তী কুষ্টিয়া সদর উপজেলার মনহোরদি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব জানান, ব্যবসায়ী হামিদুল ইসলাম জনি হত্যার মুল হোতা অপু মনহারদি গ্রামের এক আত্মীয়ের বাড়ি অবস্থান করছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় তথ্যের সত্যতা নিশ্চিত হন ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে তাকে গ্রেফতার করেন এবং আসামিকে হরিণাকুন্ডু থানায় সোপর্দ করার প্রস্তুতি চলমান রয়েছে। র‌্যাব, হত্যাকাণ্ডের বিষয়ে আরোও জানায়, সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে হরিণাকুন্ডু উপজেলা শহরের কসাইমোড় এলাকার নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে জনিকে ছুরিকাঘাত করে এ হত্যাকাণ্ড করা হয়। খবর পেয়ে তাৎক্ষণিক র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ঐদিন রাতেই জনির ভাই ছাব্বির আহমেদ বাদী হয়ে অপুসহ অজ্ঞাতদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার ১২ ঘন্টার মধ্যে আসামী অপুকে গ্রেফতার করতে সক্ষম হয়। মোবাইল বিক্রির পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে হত্যা করে পালিয়ে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানিয়েছে অপু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top