All Menu

ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহ র‌্যাব-৬ এর অভিযানে চুয়াডাঙ্গা থেকে ১৯৬ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে অভিযানিক দলটি সকাল সাড়ে ৬টার সময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন হাউলী ইউপি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ১। মোঃ ইকরামুল হাসান(৩৭), ২। মোঃ মুন্না(২৪), উভয় থানা-হরিণাকুন্ডু, জেলা-ঝিনাইদহ-দ্বয়কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামী-দ্বয়ের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ১৯৬ বোতল ফেনসিডিল ও ২টি মোবাইল ফোন জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামী-দ্বয়কে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top