All Menu

মহেশপুর সীমান্তে চা দোকানিকে কুপিয়ে হত্যা

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ধান্যহাড়িয়া গ্রামে জীবন চৌধুরী ওরফে টিটন (৩০) নামের এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত টিটন ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সকালে ছবি তুলতে তার বাড়িতে গেলে ফেরার পথে আব্দুল হাকিম নামের স্থানীয় এক সাংবাদিকের মোবাইল-ফোন কেড়ে নিয়েছে হত্যাকারী সন্ত্রাসীরা। স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিটন তার বাড়ির পাশের নিজের চায়ের দোকানে বসে ছিলো। ৩টি মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি এসে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে তার বাড়িতে গিয়ে নিহতের স্বজনদের আহাজারি ছবি তুলতে যান স্থানীয় সংবাদকর্মী আব্দুল হাকিম। ঘটনাস্থল থেকে ফেরার পথে জলুলি গ্রামের মাঠের মধ্যে একটি নম্বর-বিহীন মোটরসাইকেলে ৩ যুবক এসে তার গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা আব্দুল হাকিমের মোবাইল-ফোন ছিনিয়ে নেয়। যাবার সময় সংবাদ প্রকাশ করলে হত্যার হুমকিও দেয় বলে আব্দুল হাকিম জানান। মহেশপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সেলিম মিয়া বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড বলে ধারনা করা হচ্ছে। এই ঘটনা সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুতই গ্রেফতার করা হবে। মোবাইল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দ্রুতই ব্যবস্থা নিচ্ছে বলে ওসি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top