মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ২ কেজি ৪৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। আটক মাদক ব্যবসায়ীর নাম প্রশান্ত লাল চৌধুরী (২৫))। সে সদর থানা এলাকার হুজরাপুর গ্রামের মৃত মন্টু লাল চৌধুরীর ছেলে। শুক্রবার রাতে সদর থানা এলাকার কিচনী দোহা গ্রামের নাসির এর লেদ মেশিন ঘরের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি ৪৫০ গ্রাম হেরোইন, মোবাইল ফোন ও টাকা জব্দ করা হয়। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা এলাকার কিচনী দোহা গ্রামস্থ জনৈক নাসির এর লেদ মেশিন ঘরের সামনে পাঁকা রাস্তার উপর হতে শুক্রবার রাতে কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান চালানো হয়। অভিযানে ২ কেজি ৪৫০ গ্রাম হেরোইন, ১টি মোবাইল, ১টি সিমকার্ড ও নগদ ৩০০০টাকাসহ প্রশান্ত লাল চৌধুরীকে হাতে-নাতে গ্রেফতার করে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল। র্যাব সূত্র আরও জানায়, র্যাব তাদের গোয়েন্দা নজরদারি সার্বক্ষণিক পরিচালনা করে আসছিল। র্যাব আরও জানায় জব্দকৃত আলামত হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপথগামী করছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।