ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে বিরোধীয় সম্পত্তিতে ভবন নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে বেলাল হোসেনের বিরুদ্ধে। পুলিশ আদালতের নির্দেশিত ১৪৪ ধারা মানতে উভয়পক্ষকে অবহিত করলে বেলাল হোসেন ও তার পরিবারের সদস্যরা কর্ণপাত করছেনা বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সূত্রে জানা গেছে, উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের সর্দার বাড়ি এলাকার মৃত আবদুল খালের পুত্র জাহাঙ্গীর হোসেনের সাথে আপন ভাই বেলাল হোসেনের সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে এলাকায় একাধিকবার শালিস হলেও কোন সমাধান হয়নি। এরিমধ্যে বিরোধীয় সম্পত্তিতে বেলাল হোসেন ভবন নির্মাণ করা শুরু করে। বিষয়টি জানিয়ে জাহাঙ্গীর হোসেনের স্ত্রীর পক্ষে তার আত্মীয় লতিফপুর গ্রামের জয়নাল আবদীনেরপুত্র ওমর ফারুক বাদী হয়ে বেলাল হোসেন, স্ত্রী শাহিন আক্তার, পুত্র সোহরাব হোসেন ও শাহাদাৎ হোসেনকে বিবাদী করে নোয়াখালীর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৬৭৭ নং পিটিশন মামলা দায়ের করেন। আদালতে বাদীর আবেদন গ্রহণ করে বিরোধীয় সম্পত্তিতে ১৪৪ ধারা জারি করেন এবং বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন। আদালতের আদেশে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ উভয় পক্ষকে শান্ত থাকতে নোটিশ জারি করে। কিন্তু বেলাল হোসেন আদালতের নির্দেশে পুলিশের দেয়া নোর্টিশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রকাশ্যে ভবন নির্মাণ কাজ শুরু করে। পরে পুলিশ গিয়ে তা বন্ধ করে দিলেও রাতের আধারে প্রায় সময় কাজ করার চেষ্টা করছে। মামলার বাদী জানান, আমাদের কাগজপত্র সব ঠিক থাকলেও বেলাল হোসেনরা আমাদের জায়গায় জোর পূর্বক ঘর করার চেষ্টা করছে। তারা আদালত ও থানা পুলিশের নির্দেশও মানছেনা। আমরা ন্যায় বিচার চাই।
এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর জাহিদুল হক রনি জানান, আদালতের নির্দেশ পাওয়ার পর আমরা উভয় পক্ষকে শান্ত থানার জন্য বলেছি। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।