ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহে চাচা ও ভাতিজাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধে চাচা মোস্তফা কামালকে কুপিয়ে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভাতিজা আবুল কাসেম(৪০)কে গ্রেফতার করেছে র্যাব।
মামলার পর দীর্ঘ ২৩ বছর ধরে পালিয়ে বেড়ালেও মঙ্গলবার (১৫ নবেম্বর) সকালে ঢাকার আজমপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কাসেম জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ফতেনগর গ্রামের শামসুল হকের ছেলে। ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয়ের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় এই বিষয়টি নিশ্চিত করে মামলার বরাত দিয়ে জানান, চাচা মোস্তফা কামাল ও ভাতিজা আবুল কাসেমের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে প্রায় সময়ই তাদের মাঝে ঝগড়াঝাঁটি হতো। ১৯৯৯ সালের ১১অক্টোবর দুপুরে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ভাতিজা আবুল কাসেম ও নুর মোহাম্মদ মিলে চাচা কামালকে কুপিয়ে হত্যা করেন। পরে এ ঘটনায় নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলা দীর্ঘ শুনানি শেষে আবুল কাসেম ও নুর মোহাম্মদকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন আদালত।কিন্তু হত্যার ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আসামি আবুল কাসেম।মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে ঢাকার আজমপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান ময়মনসিংহ র্যাব-১৪ এর ওই কর্মকর্তা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।