মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: অতিরিক্ত দামে চিনি বিক্রি করায় কমলগঞ্জে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়। মঙ্গলবার (২৫ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে তদারকি অভিযানে জেলার কমলগঞ্জে অভিযান চালায়। সরকার নির্ধারিত দামে চিনি প্রাপ্তি নিশ্চিত না করে অতিরিক্ত দামে চিনি বিক্রয় করা, পাকা ক্রয় ভাউচার সংগ্রহ না করা, পাকা ভাউচার খুচরা ব্যবসায়ীদের না দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে কমলগঞ্জের ভানুগাছ বাজারে অবস্থিত মেসার্স পূজা এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপের পর তা আদায় করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।