All Menu

ময়মনসিংহে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় ৫জন গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা চালক মোফাজ্জল হোসেন (২৬)’র গলায় গামছা পেঁচিয়ে হত্যার ঘটনার চার দিনের মধ্যেই হত্যার রহস্য উদঘাটন ও জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা । পরিকল্পনা করে চালকের কাছ থেকে অটোরিকশা ছিনতাই করতেই তাকে খুন করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। রবিবার (২৩ অক্টোবর) দিনগত মধ্যরাতে গাজীপুরের মাওনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাবু মিয়া (২৩), রিয়াল মিয়া (২২), মোঃ শামীম (১৯), নাইম আহমেদ (১৪) এবং ১৪ বছর বয়সী এক কিশোর। সোমবার দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১৪’র অধিনায়ক মহিবুল ইসলাম খান। তিনি বলেন, আসামি বাবু মিয়া ঋণগ্রস্ত ছিল। এই ঋণের টাকা পরিশোধ করার জন্যই রিয়েলের সঙ্গে পরামর্শ করে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে সে। সেই মোতাবেক গত ১৯ অক্টোবর সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার আমতলী গ্রামস্থ একটি কারখানার সামনে যাত্রীর জন্য অপেক্ষায় থাকা মোফাজ্জলের অটোরিকশায় উঠে চার আসামি। জৈনা বাজারের উদ্দেশে রওনা দিলে কিছু দূর যাওয়ার পরই কিছু বুঝে ওঠার আগেই রিয়েল এবং শিশুটি পেছন দিক থেকে চালকের গলায় গামছা পেঁচিয়ে টেনে ধরে। এরপর মোফাজ্জলের মৃত্যু নিশ্চিত করে তার মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে চলন্ত অটোরিকশা থেকে ফেলে পালিয়ে যায় তারা। অটোরিকশাটি ছিনতাইয়ের পর সেটির ব্যাটারিটি আরেক আসামি নাইমের কাছে ১৯ হাজার টাকায় বিক্রি করে তা ভাগ করে নেয় অন্যরা। র‍্যাব-১৪’র অধিনায়ক মহিবুল ইসলাম খান আরও বলেন, ঘটনা পরদিন ভুক্তভোগীর বাবা দুলাল মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করলে ছায়া তদন্তে নামে র‌্যাব-১৪। এরপর চার দিনের মাথায় হত্যার রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব। একইসঙ্গে একটি গ্যারেজ থেকে ওই অটোরিকশার ৫টি ব্যাটারি এবং ভুক্তভোগীর মোবাইল সেটটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার জন্য ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাব অধিনায়ক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top