All Menu

গোপন বৈঠক চলাকালে ময়মনসিংহ জেলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ ১৯ জন গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহে গোপন বৈঠক চলাকালে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যার দিকে নগরীর চরপাড়া সালতানাত রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, ওসমান গনি (৪৫), আজিজুর রহমান (৪৩), ফেরদৌস আলম (৪৪), আল আমিন (৩৭), দেলোয়ার হোসেন কুদ্দুস (৩১), তাজুল ইসলাম (৪৫), মোঃ আসাদুজ্জামান (৪২), শাহিন খান (২৭), মাহমুদুল হাসান শাহিন (৩৮), মাহাবুবুল হাকিম (৪২), মেহেদী হাসান (৩৬), সারোয়ার হোসেন (৪৫), আলমগীর হোসেন (৪২), মোঃ নাফিজ (৩১), আবু হানিফ (৩৭), ফজলুল করিম ফারুকী (৫২), শেখ আহমেদ আফিফা (৩৮) ও নুরুল হক (৩৮)। ওসি শাহ কামাল বলেন, ‘আটক হওয়া ব্যক্তিরা সরকারের বিরুদ্ধে অপপ্রচারসহ নাশকতা তৈরির পাঁয়তারা করছিলেন। সকালের দিকে জামায়াতের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের বাদানুবাদ হয়। সেখান থেকে জামায়াত নেতারা চরপাড়া এলাকার সালতানাত রেস্টুরেন্টে গিয়ে গোপন বৈঠক করছিল। পরে পুলিশ খবর পেয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top