বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁওয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৩ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটক মাদক ব্যবসায়ীর নাম মো: মুক্তার হোসেন মুক্তার (৫২)। সোমবার (৩ অক্টোবর) দুপুরে পৌরসভাধীন ইসলামবাগ টিকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকশ দল। সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সৌমিক রায়। আটক মাদক ব্যবসায়ী ঠাকুরগাঁও পৌরসভাধীন মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ও মাদক-ব্যবসায়ী আটকের নেপথ্যের কারিগর মো: ফরহাদ আকন্দ জানান, গোপনে দীর্ঘদিন ধরে শহরে ফেনসিডিলের ব্যবসা করে আসছিলো মুক্তার হোসেন নামক এ মাদক কারবারি।আমরা তার খোঁজ-খবর নিয়ে অবগত হই যে, ইতিমধ্যে তার বিরুদ্ধে দুটি মাদক মামলা বিচারাধীন, আমরা তাকে নজরদারির মধ্যে রেখেছিলাম। সোমবার গোপন সংবাদে নিশ্চিত হয়ে পৌরসভাধীন ইসলামবাগ টিকাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করি এবং তাকে ১৩ বোতল ফেনসিডিলসহ আটক করি। পরে ঠাকুরগাঁও সদর থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।জেলায় মাদক নির্মূলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।