All Menu

চাটখিলে গাঁজা সেবনকারীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর চাটখিলে ভ্রাম্যমান আদালত মোঃ মোহন (২৫) নামের এক গাঁজা সেবনকারীকে ছয় মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড প্রদান করেছে।
বৃহস্পতিবার দুপুরে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূঁইয়া পরিচালিত ভ্রাম্যমান আদালত এই শাস্তি প্রদান করে। মোহন চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে পাইকপাড়া গ্রামের আবদুল মতিনের ছেলে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূঁইয়া জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সাধুরখিল আজিম শাহের পুল এলাকাতে সিএনজি অটোরিকশা থেকে সন্দেহ বশত মোহনকে আটক করে সার্চ করলে তার কাছে গাঁজা পাওয়া যায় এবং তার মোবাইল ফোন সার্চ করে তার ইমোর মাধ্যমে গাজা ক্রয়বিক্রয় ও সেবনের তথ্য প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযুক্ত মোহনকে ৬ মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড প্রদান করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top