নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চুয়াডাঙ্গার ছয়ঘরিয়া গ্রামে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রায়হান আলী (৩২) ও হৃদয় (৩০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবির জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় দর্শনা থানার জয়রামপুর স্টেশন-পাড়ার ফারুকের ছেলে রায়হান আলী ও বাড়াদী গ্রামের হোসেন আলীর ছেলে হৃদয় মোটরসাইকেল যোগে জয়রামপুর যাচ্ছিলেন। এ সময় ছয়ঘরিয়া গ্রামে পৌঁছুলে বিপরীতদিক থেকে আসা অপর একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই গুরুত্বর জখম হলে স্থানীয়রা তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন রায়হানকে মৃত ঘোষণা ও আহত হৃদয়কে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আহত হৃদয় বিকাল ৫ টার দিকে মারা যান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।