All Menu

কুলাউড়ায় ৯০ বোতল ভারতীয় মদসহ ব্যবসায়ী আটক

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় মদসহ ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরা। আটক ব্যবসায়ীর নাম রাজেন পাপাই (৩১)। সে কুলাউড়ায় বরমচল চা-বাগান মিশন এলাকার মৃত পরিমল নিয়ালাং এর পুত্র। বুধবার মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় এর উপ-পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক অমর কুমার সেন এর নেতৃত্বে ও বিভাগীয় রেইডিং টিম কুলাউড়ায় বরমচল চা-বাগান মিশন এলাকায় অভিযান চালিয়ে ৯০বোতল ভারতীয় মদসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট নিয়মিত মামলা করা হয়েছে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top