All Menu

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁওয়ে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ২৩০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ এক লক্ষ টাকা সহ অলিতারানী বালা(৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার হরিপুর কাটাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে আটক করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক মাদক ব্যবসায়ী ওই এলাকার রাজ্যপালের স্ত্রী।
মাদক ও নগদ টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সৌমিক রায়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদে জানতে পেরে বালিয়াডাঙ্গী উপজেলার হরিপুর কাটাবাড়ি গ্রামে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৩০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ এক লক্ষ টাকা সহ অলিতারানী বালা (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top