ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে নিজ শয়ন ঘরের স্বর থেকে ওরনা দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় ময়না আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধায় পঞ্চগড় সদরের কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘাটিয়াপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। গৃহবধূ ময়না একই গ্রামের হবিবর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে প্রতিবেশীরা প্রয়োজনে হবিবর রহমানের বাড়িতে যায়। এসময় বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ঘরে গেলে ময়নাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনস্থলে গিয়ে মরদেহটি নামায়। তবে কি কারণে ফাঁস লাগিয়েছে ওই গৃহবধূ তা রহস্যজনক বলে ধারণা করছে স্থানীয়রা। স্বামী হবিবর রহমান বলেন, বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে পরকিয়ায় অন্যপুরুষের সাথে তাকে দেখে ফেলি। পরে দুই স্বামী-স্ত্রী নিজ সংসারের কথা চিন্তা করে বিষয়টি সমাধান করি। কিন্তু আজ কি কারণে আত্মহত্যা করেছে সে তা বলতে পারছি না। আমি দুপুর থেকে বাড়িতে ছিলাম না। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের প্রা ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।