হেলালী ফেরদৌসী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহের মহেশপুর উপজেলাতে গরুর গাড়ির সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত করিমনের ধাক্কায় আনোয়ার হোসেন কিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুরন্দপুর মাঠপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার একই গ্রামের খোয়াজ বিশ্বাসের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত করিমনের চালক ছিলেন। জানা যায়, সকালে পুরন্দপুর মাঠপাড়ায় গরুর একটি গাড়ি মাঠে কফি আনতে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে এলে পেছন থেকে একটি করিমন ধাক্কা দেয়। এতে করিমনচালক আনোয়ার বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের নেওয়ার পথে তার মৃত্যু হয়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও অভিযোগ পাইনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।