হেলালী ফেরদৌসী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করার অপরাধে মেহেদী হাসান ফরিদ (৪৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঝিনাইদহ পুলিশ সুপার গণমাধ্যম কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনে জানান Saidur Rahman নামক এক ফেসবুক আইডিতে পোস্ট করেন “চাচাতো ভাই বোন বিবাহ হলে সম্পর্কে অসঙ্গতি-চাচা হবে শ্বশুর, বাবা হবে চাচা শ্বশুর, ভাই-বোনেরা হবে শালা শালী, নিজের ভাই-বোনেরাও তাই। এভাবে মামাতো, ফুফাতো খালাতো ভাই-বোনের বিয়ে হলে সম্পর্ক একইরকম ! হিসাব মিলে কই ? ” রক্তে রক্তে প্রজনন হলে সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা ৯৫% । সেই পোস্টে মেহেদী হাসান তার ব্যবহৃত Hasan Mehedi নামক ফেইস বুক আইডি থেকে কুরুচিপূর্ণ , কটূক্তি ও উস্কানিমূলক কমেন্ট করে। হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে এরূপ অশালীন ও কুরুচিপূর্ণ কমেন্ট দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। যার ফলে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া হরিণাকুণ্ডু ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওঃ তৈয়বুর রহমান এসংক্রান্ত একটি মামলা দায়ের করেন। প্রেস কনফারেন্সে তিনি আরও বলেন বিষয়টি তাদের দৃষ্টি গোচর হলে তাৎক্ষনিক সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অনুসন্ধানের মাধ্যমে তার অবস্থান দ্রুত শনাক্ত করে কাউন্টার টেরোরিজম ইউনিট ডিএমপির মাধ্যমে শনিবার বিকাল ৫টায় ঢাকার বাসাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। আসামী মেহেদী হাসান ফরিদ হরিণাকুণ্ডু উপজেলার নারায়নকান্দি গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। সে ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকুরী করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।