All Menu

ময়মনসিংহে ৩৯৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহে শম্ভুগঞ্জ টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৩৯৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ এর অভিযানিক দল। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী নেত্রকোনার জেলার দূর্গাপুর উপজেলার কানাইল গ্রামের অনিক পাঠান (২৬) এবং একই এলাকার গাওকান্দিয়া গ্রামের মোঃ রেনু মিয়া (২৫)কে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১৪ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনার সময় একটি দ্রুত গতির ট্রাককে থামার জন্য সংকেত দিলে সংকেতটি অমান্য করে। পরে অভিযানিক দলের সদস্যরা রাস্তায় বেরিকেড দিয়ে ট্রাকটি থামিয়ে ভারতে তৈরি ৩৯৮ বোতল ফেনসিডিল ১টি ট্রাক এবং ৩টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়। এসময় মাদক ব্যবসায়ী অনিক পাঠান (২৬) এবং মোঃ রেনু মিয়া (২৫)কে গ্রেফতার করা হয়। সহকারী পরিচালক আরও বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আসামিরা ভারতীয় ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে জানায়। এছাড়া দীর্ঘ দিন যাবৎ নেত্রকোনা জেলা হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ভারতীয় ফেনসিডিল ক্রয় করে ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের মুখে ধাবিত করছিল তারা। এব্যাপারে র‌্যাব বাদী হয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় একটি মামলা রুজু করেছে বলেও জানান তিনি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top