All Menu

১২০০ লিটার ডিজেল ও পাম ওয়েল উদ্ধার করেছে কোস্ট গার্ড

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১২০০ লিটার ডিজেল ও পাম ওয়েল তেল উদ্ধার করেছে কোস্ট গার্ড। রোববার (৪ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে উপজেলার নলচিরা ঘাট এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শফিউল কিঞ্জলকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার ভোর ৬টার দিকে চোরাই ডিজেল ও পাম ওয়েল পাচারের গোপন সংবাদে কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন হাতিয়ার একটি দল অভিযান চালায়। অভিযানের বিষয়টি আচ করতে পেরে চোরাই ৮০০ লিটার ডিজেল ও ৪০০ লিটার পাম ওয়েল রেখে পালিয়ে যায় তেল চোরাই চক্রটি।জব্দ-কৃত তেল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top