All Menu

তারাকান্দায় নাইট কোচের চাপায় হোটেল ব্যবসায়ী নিহত

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের তারাকান্দায় সাইকেল-যোগে বাড়ি যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় পেছন থেকে নাইট কোচের চাপায় মোঃ জামাল উদ্দিন মিয়া (২৮) নামে এক হোটেল ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা অপর সঙ্গী আনোয়ারুল হক(২৬)গুরুতর আহত হয়েছেন। শনিবার(০৩ সেপ্টেম্বর)দিনগত রাত পৌনে ২টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কে তারাকান্দা উত্তর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জামাল তারাকান্দা দক্ষিণ বাজারের মদীনা হোটেলের মালিক এবং তার বাড়ি উপজেলার গোহালকান্দী গ্রামে। সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত পৌনে ২ টার দিকে তারাকান্দা বাজারের মদিনা হোটেলের মালিক জামাল উদ্দিন তার প্রতিষ্ঠান বন্ধ করে উত্তর বাজার থেকে বাড়ি যাবার পথে রাস্তা পারাপারের সময় পেছন দিক থেকে একটি নাইট কোচ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এসময় তার সাথে থাকা অপর সঙ্গী আনোয়ারুল হক গুরুতর আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এ ব্যাপারে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সোহেল জানান, ঘাতক বাসটিকে ত্রিশাল থানা পুলিশ জব্দ করেছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top