ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা ও ৮ গ্রাম আইসসহ আসমা বেগম (৩০) এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আটককৃত আসমা বেগম সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের ইউনুছের স্ত্রী। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জেলা মাদক অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনী জেলার পুরাতন পুলিশ কোয়ার্টার থেকে ওই নারীকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে ৭ হাজার পিস ইয়াবা ও ৮ গ্রাম আইচ উদ্ধার করা হয়। আটককৃত নারী আসমা বেগম ও তার স্বামী ইউনুছ দীর্ঘদিন ধরে কক্সবাজার উখিয়া থেকে মাদক এনে বিভিন্ন স্থানে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তার স্বামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ সময় তার স্বামী ইউনুছ টের পেয়ে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান মোহাম্মদ আবদুল হামিদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।