All Menu

ঠাকুরগাঁওয়ে ১৪৪ ধারা জারি

বিধান দাস, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় একই স্থানে বিএনপি ও স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান সোমবার সন্ধ্যায় এ আদেশ জারি করেন। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রুহিয়া বাজারের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে। আদেশে বলা হয়, থানা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি করতে বিএনপি অফিস এলাকায় এবং একই সময় ওই স্থানে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা করার অনুমতি চাওয়া হয়েছে। ওই এলাকায় একই সময়ে দুইটি রাজনৈতিক সংগঠন কর্মসূচি করার অনুমতি চাওয়ায় কাউকে অনুমতি দেওয়া হয়নি।
দুই রাজনৈতিক সংগঠন কর্মসূচির প্রস্তুতি নেওয়ার খবর পাওয়ায় জননিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আগামীকাল সভা-সমাবেশের নামে কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top