সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চুয়াডাঙ্গার জীবননগরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রি করার অভিযোগে এক বিসিআইসি ডিলারকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেল ৩ টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার মেসার্স হক ট্রেডার্সকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জীবননগর হাসপাতালের সামনে হক ট্রেডার্সে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রির সত্যতা পাওয়ায় ওই ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, ওই ডিলার ১ হাজার ১০০ টাকা বস্তার ইউরিয়া সার ১ হাজার ২৫০ টাকা, ১ হাজার ১০০ টাকার টিএসপি সার ১ হাজার ৭০০ টাকায় ও ৮০০ টাকার ডিএপি সার ৯৮০ টাকায় বিক্রি করছিলেন। এ অভিযানে সবাইকে সতর্ক করা হয় ও সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির জন্য নির্দেশ দেওয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।