All Menu

আটোয়ারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের আটোয়ারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে দুই মোটরসাইকেলের চার আরোহী।
রবিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার তোড়িয়া ইউনিয়নের শাহাপাড়া এলাকায় সড়কে এই দুর্ঘটনা ঘটে। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।সূত্রে জানা যায়, নিহত নজরুল তোড়িয়া ইউনিয়নের ভেদুপাড়া কাঁঠালী গ্রামের বুদু মিয়ার ছেলে। এসময় আহত হয়েছে দুই মোটরসাইকেলের আরও চার আরোহী। আহতরা হলেন, ভেদুপাড়া কাঠালী গ্রামের আশরাফুলের ছেলে হাসিবুল (১৬), রাধাগাঁও এলাকার ইউসুফ আলীর ছেলে সাব্বির (২৮), রাধাগাঁও এলাকার জমির উদ্দীনের ছেলে সারোয়ার (৩০)সহ নাম না জানা আরও একজন যুবক। তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে রয়েছে। স্থানীয়রা জানায়, বিকেলে নজরুল ও হাসিবুল এক মোটরসাইকেলে করে আটোয়ারী বাজারে যাচ্ছিলেন। একসময় তারা তোড়িয়া ইউনিয়নের শাহাপাড়া এলাকায় পৌছালে আটোয়ারী থেকে পঞ্চগড়-মুখী আরেকটি তিন আরোহী থাকা মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে নজরুল। এসময় স্থানীয়দের সহায়তায় দ্রুত আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ। এর ভেতর আহত একজন ঘটনার পরেই প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে চলে গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top