ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশের ঝোপের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির (৫৮) মরদেহ উদ্ধার করেছে জিআরপি ফাঁড়ি পুলিশ। রবিবার (২৮ আগস্ট) সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ধামাইল হাইওয়ে রেলক্রসিং এলাকায় ঝোপের ভেতর অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন গফরগাঁও থানা ও জিআরপি ফাঁড়ি পুলিশে খবর দেন। পরে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, নিহত ব্যক্তির মুখে পাকা দাড়ি, গায়ে সাদা গেঞ্জি ও পরনে সাদা চেক লুঙ্গি ছিল। পরে গফরগাঁও জিআরপি ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।তবে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।