All Menu

গৌরীপুরে তরুণীকে ধর্ষণের মামলায় পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহর গৌরীপুরে তরুণীকে ধর্ষণের মামলায় পুলিশ লাইনে কর্মরত এক কনস্টেবলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার (২৮ আগস্ট) ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রাফিজুল ইসলাম এ পরোয়ানা জারি করেন। এ বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী মতিউর রহমান ফয়সাল। মামলা সূত্রে জানা যায়, গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের আমির আলীর ছেলে মোঃ সাদ্দাম হোসেন তার প্রতিবেশী এক তরুণীকে বিয়ের প্রলোভনে কয়েক দফা ধর্ষণ করে। কিন্তু তরুণী বিয়ের কথা বললে এড়িয়ে যেতে শুরু করে সাদ্দাম। ওই অবস্থায় পুলিশের কাছে অভিযোগ দিয়েও প্রতিকার না পেয়ে আদালতে একটি মামলা করেন ওই তরুণী। আদালতের পেশকার মোঃ সাঈদ বলেন, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী বাদী হয়ে গত বছরের বিগত ২২ অক্টোবর আদালতে মামলা দায়ের করেন। পরে আদালত ঘটনাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে দায়িত্ব দেন। তিনি আরও বলেন, পরে তদন্ত শেষে পিবিআই চলতি বছরের ২৩ জুন তদন্ত-প্রতিবেদন জমা দেয়। এতে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। বাদী পক্ষের আইনজীবী মতিউর রহমান ফয়সাল জানান, ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রতারণা-পূর্বক ও বিয়ের আশ্বাসে ধর্ষণের সত্যতা পাওয়ায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে তাকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ প্রদান করেন। আমরা এ ঘটনার ন্যায় বিচার প্রত্যাশা করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top