All Menu

নোয়াখালীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সেনবাগে ৮শ পিস ইয়াবাসহ রাশেদা বেগম(৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত রাশেদ উপজেলার ডোমনাকান্দি মহেদীপুর এলাকার সাইফুলের নতুন বাড়ির সাইফুল ইসলামের স্ত্রী। সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শানিবার রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের নেতৃত্বে সাইফুলের নতুন বাড়িতে অভিযান চালিয়ে রাশেদাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাশেদা বেগম, তার স্বামী সাইফুল ইসলাম(৩৬) ও পার্শ্ববর্তী রাজারামপুর গ্রামের আলতু মিয়ার বাড়ির ইব্রাহিমের পুত্র ইউনছ প্রকাশ ইউনুছ ফকিরকে(৪৩) আসামী করে সেনবাগ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, গ্রেফতারকৃত রাশেদসহ আসামীরা দীর্ঘদিন থেকে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top