মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় দুজন খুচরা বালাইনাশক ও সার দোকান মালিককে সার মজুত এবং সরকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন এ দণ্ড প্রদান করেন। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে উপজেলা সার মনিটরিং কমিটির সদস্যদের নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন। এ সময় নাচোল সদর ইউনিয়নের ঝিকরা গ্রামের আমিনুল ইসলামকে ১৫ হাজার টাকা এবং কসবা ইউনিয়নের এলাইপুর বাজারের নুরুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। সেই সঙ্গে মজুত-কৃত ৭৭ বস্তা ডিএপি এবং ৪০ বস্তা ইউরিয়া সার সরকারি মূল্যে কৃষকের মধ্যে বিক্রি করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।