All Menu

শিবগঞ্জে মুরগি কিনতে গিয়ে কিশোরীর মৃত্যু

নিহতের স্বজনদের আহাজারি।

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জে দোকানে ব্রয়লার মুরগি কিনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইসরাত জাহান (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উপরচাকপাড়া গ্রামের তাজামুলের ব্রয়লার মুরগির দোকানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরী ওই গ্রামের ধুলু মিয়ার মেয়ে। স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী এলাকার তাজামুলের দোকানে ব্রয়লার মুরগি কিনতে যায় ইসরাত জাহান। এ সময় দোকানের পাশে থাকা একটি তারের বেড়ায় হাত দিলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায় ওই কিশোরী। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top