ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়ে পালানোর সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার কৌশল্যারবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির সিদ্দিক উল্যার ছেলে মো.মোস্তফা (৪০) কাঁঠালী গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো.রিন্টু (৫০)। শুক্রবার (২৬ আগস্ট) গভীর রাতে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার বাইপাসে মহাসড়কের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার গভীর রাতে সোনাইমুড়ী পৌরসভার বাইপাস সড়কের পশ্চিম পাশে রক্ষিত সিএনজি চালিত অটোরিকশায় আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তিনি আরও বলেন,আটককৃত অগ্নিসংযোগকারী দুইজনই বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামরা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।