All Menu

ধোবাউড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের ধোবাউড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী’র দায়ের করা মামলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) ধোবাউড়া থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। এর আগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ১০টার উপজেলার বাঘবেড় ইউনিয়নের একটি গ্রামে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরবর্তীতে এই মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মামলার বাদী ঢাকায় গৃহকর্মীর কাজ করেন। এ সুবাদে বাড়িতে পাঁচ মেয়েকে নিয়ে থাকতেন অভিযুক্ত ওই পিতা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজের ১৪ বছরের ওই কিশোরী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পরে ভুক্তভোগী বিষয়টি রাতেই বাড়ির অন্য স্বজনদের জানায়। এ ভাবে ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীর মা ঢাকা থেকে বাড়িতে এসে ধোবাউড়া থানায় বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, মামলার পরপরই অভিযুক্ত পিতাকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার আদালতে পাঠানো হবে। বর্তমানে আসামি থানা হাজতে রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top