All Menu

নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধ করাত কলে ভ্রাম্যমান আদালতের অভিযান

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধ করাত কল বিরোধী অভিযান চালিয়েছে উপজেলা বন বিভাগ। বুধবার বিকালে বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞার নির্দেশনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলায় লাইসেন্স বিহীন অবৈধ ৪ টি করাত-কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ১টি করাত কল মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও লাইসেন্স না পাওয়া পর্যন্ত মিল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার। এ সময় উপজেলা বন কর্মকর্তা শামছুদ্দিনসহ এসএফপিসির স্টাফ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা বন কর্মকর্তা শামছুদ্দিন জানান, লাইসেন্স বিহীন এসব অবৈধ করাত কল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top