All Menu

নোয়াখালীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীতে র‌্যাব অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে। এসময় তার নিকট থেকে একটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত জামাল উদ্দিন বেগমগঞ্জ উপজেলার জীরতলি ইউনিয়নের সিন্দুরকাইড গ্রামের মৃত সাইদুল হকের ছেলে। র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে: মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের বাংলাবাজারে মায়ের দোয়া রেস্তোরার সামনে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রধারী জামাল উদ্দিনকে আটক করে। এসময় তার নিকট থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃত অস্ত্রধারী জামাল উদ্দিন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি, চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধ করে আসছে। তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অন্ত্র আইনে মামলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top