মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে তৌফিকুল ইসলাম(৩৮) নামে একজনকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে স্পেশাল ট্রাইবুনাল ২ এর বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামীর অনুপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। এছাড়াও একই আদালতে বিস্ফোরক মামলায় তৌফিকুল ইসলামকে ৭ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক। দণ্ড প্রাপ্ত তৌফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামের মৃত সুলতান মণ্ডলের ছেলে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত সরকারি কৌশলী (এপিপি) আঞ্জুমান আরা জানান, দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক মঙ্গলবার দুপুরে আসামীকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। মামলা চলমান অবস্থায় আসামী জামিনে মুক্ত হয়ে পলাতক থাকায় আসামীর অনুপস্থিতিতেই রায় দেয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।