হেলালী ফেরদৌসী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় সতেজ গাঁজা গাছসহ ১জনকে গ্রেফতার করেছে র্যাব । মঙ্গলবার (২৩আগস্ট) ঝিনাইদহ র্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ২২ আগস্ট র্যাব-৬, (সিপিসি- ২) এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার ৩নং কুশনা ইউনিয়নের তালসার পূর্বপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি গোপনে অবৈধ মাদকদ্রব্য গাঁজা গাছের চাষাবাদ করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে তালসার পূর্বপাড়া গ্রামে মৃত মনিরুল ইসলাম এর লিজ নেওয়া জমিতে কলা বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে মোঃ কালু শেখ (৪৫) নামে একজনকে গ্রেফতার করে। তিনি একই উপজেলার তালসার গ্রামে মৃত দাউদ শেখের ছেলে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে কলা বাগানের ভিতরে চাষ করা বিভিন্ন সাইজের সবুজ সতেজ ৩০টি গাঁজা গাছ পাওয়া যায়, যার ওজন ৮ কেজি ৫০০ গ্রাম। র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী কালু শেখ এ কাজে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। জব্দ-কৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।