নজরুল ইসলাম মিন্টু, বগুড়া জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বগুড়ার নন্দীগ্রামে ধানক্ষেত থেকে একাধিক হত্যা মামলার আসামির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আখের উদ্দিন (৪০) বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চান্দপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া-নাটোর মহাসড়ক থেকে ২০০ গজ অদূরে ওমরপুর সতীশ চন্দ্র কলেজ সংলগ্ন একটি ধানক্ষেত মরদেহটি উদ্ধার করা হয়। আখের উদ্দিন দুইটি হত্যাসহ একাধিক মামলার আসামি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে ওমরপুর সতীশ চন্দ্র কলেজের পাশে ধানক্ষেতে একজনের গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার বলেন, আখের উদ্দিন এলাকার চিহ্নিত অপরাধী। বেপরোয়া ভাবে চলাফেরা করতো সে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহর পাশে একটি পালসার মোটরসাইকেল ও হেলমেট পড়ে ছিল। তাকে দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিত ভাবে ডেকে এনে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।