মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার-গার্ড বিজিবি সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। শুক্রবার ভোর রাত তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর এলাকার নলডুবরী গ্রাম থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা। শুক্রবার দুপুরে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবির) পক্ষ হতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৫৯ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, শিবগঞ্জ উপজেলার চকপাড়া বিওপির সীমান্ত পিলার ১৮৪ মেইন থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় নলডুবরী নামক স্থানে দুজন চোরাকারবারিকে দেখতে পায়। এ সময়ে টহল দল তাঁদেরকে ধাওয়া করলে ২টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল তল্লাশি করে ফেলে যাওয়া ব্যাগ হতে মালিক-বিহীন ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ইয়াবার দাম প্রায় ১ কোটি ৫ লাখ টাকা। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই জন্য সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।