All Menu

তেঁতুলিয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে থানায় মামলা

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিজ মেয়কে ধর্ষণের অভিযোগ উঠেছে আইবুল হক (৪৫) নামে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় মেয়েটির মা তেঁতুলিয়া মডেল থানায় ধর্ষক পিতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (১৭ আগস্ট) দিনগত গভীর রাতে ভিকটিমের মা বাদী হয়ে থানায় ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দম আইন সংশোধনী ২০০৩; ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করার অপরাধে মামলা দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তি পঞ্চগড় সদর উপজেলার সাহেবীজোত গ্রামের সকিন আলী ওরফে শুকুরুর ছেলে। পাথর শ্রমিকের কাজে তেঁতুলিয়ার বাংলাবান্ধার ঝাড়ুয়াপাড়া গ্রামে ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতো। মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে বাদী ও আসামীর বিয়ে হয়। সংসার জীবনে এর মাঝে দুই কন্যা সন্তানের বাবা-মা হয় তারা। বৈবাহিক অবস্থায় ওই ব্যক্তি নারী লোভী বিভিন্ন অপকর্ম করে থাকে। বাদীর ১৪ বছর বয়সী মেয়ে দিনাজপুর সদরের একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো। গত কুরবানি ঈদের ৪/৫ দিন আগে তেঁতুলিয়ার ঝাড়ুয়াপাড়া গ্রামে মজিবর রাহমানের ভাড়া বাড়িতে আসে। এদিকে অভিযুক্ত ব্যক্তি বাংলাবান্ধা এলাকায় পাথর ভাঙ্গা মেশিনের ড্রাইভার হিসেবে কাজ করতো। গত মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে বাদী মেয়েকে ভাড়া বাড়িতে রেখে বাবার বাড়ি পঞ্চগড় সদরের দশমাইল পতিপাড়া গ্রামে যায় । এর মাঝে একই দিন রাতে মেয়েকে ঝাড়ুয়া পাড়া গ্রামে ভাড়া বাড়িতে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে বাবা। বিষয়টি ভয়ে কাউকে বলতে না পারায় গত বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় মা ভাড়া বাড়িতে ফিরে আসলে মেয়ে মাকে সবকিছু খুলে বলে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ ইউপি সদস্যদের অবহিত করে রাতেই বাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ওসি আবু সাঈদ চৌধুরী জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top