All Menu

পঞ্চগড়ে অবৈধ সয়াবিন তেল কারখানাকে সিলগালা ও জরিমানা

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে বিএসটিআই’র অনুমোদন ছাড়াই গোপনে অবৈধ ভাবে সয়াবিন তেল কারখানা স্থাপন করে ওজনে কম দিয়ে বাজারজাত করার পাশাপাশি বিএসটিআই’র সিল নকল করে ব্যবহার করায় একটি অবৈধ সয়াবিন তেল কারখানা সিলগালা করেছে বিএসটিআই। একই সাথে কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানাসহ কারখানার তেলের খালি বোতলসহ কিছু মালামাল ধ্বংস করা হয়। বুধবার (১৭ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার সর্দারপাড়া গ্রামে তরিকুলের ভাড়া বাড়িতে এনএসআই’র তথ্যমতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ভাড়াটিয়া দেলোয়ারের অবৈধ সয়াবিন তেল কারখানার মালামাল জব্দসহ কারখানা সিলগালা করেন রংপুরের বিএসটিআই এর পরিদর্শক মেসবাহউল হাসান। জানা যায়, ভাড়াটিয়া দেলোয়ার তরিকুলের বাড়িতে অবস্থান নিয়ে অবৈধভাবে খোলা সয়াবিন তেল বোতলজাত করে আসছিলেন। পঞ্চগড়ের এনএসআই এর সদস্যরা খবর পেয়ে জেলা প্রশাসনকে অবহিত করে। জেলা প্রশাসন বিএসটিআই এর পরিদর্শককে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় বস ব্রান্ডের ৯০০ মিলি বোতলে ৭০০ মিলি করে তেল পায়। একই সাথে বিএসটিআই এর অনুমোদন-হীন সিল পাওয়ায় জালিয়াতি ও ওজনে কম দেয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয় দেলোয়ারকে। একই সাথে পাম অলিন তেল ৯০০ মিলির ১০০ পিছ, ৪৫০ মিলির ২ পিছসহ খালি ৫টি ড্রাম, ৩০ লিটার মদিনা পানির ট্যাংক, খালি মোড়ক প্যাকেট ২০০ পিছ, কস টেপ ৩৬ পিছ জব্দ করে। পরে কারখানাটি সিলগালা করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ আহম্মেদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আাল মামুর কাউসার শেখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top