হেলালী ফেরদৌসি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ঝিনাইদহ শহরের আরাপুর এলাকা থেকে ১০৫ পিস ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করেছে। ঝিনাইদহ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায় মঙ্গলবার ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর পূর্ব পাড়া থেকে মৃত মোজাম্মেল হকের ছেলে মাজেদুল হক শিমুল( ৩৫) কে গ্রেফতারসহ দেহ তল্লাশি করে তার নিকট থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করে।এই ঘটনায় ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিজে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর( সংশোধনী ২০২০) এর ৩৬ ধারা এক উপধারা স্মরণিক ১০ (ক) ধারা মোতাবেক ঝিনাইদহ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।