মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবদুল জলিল (৬০) নামে এক চার্জার ভ্যান-চালক নিহত হয়েছেন। নিহত চালক উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর গ্রামের ইয়াসিন আলির ছেলে। রবিবার সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জলিল চার্জারভ্যান নিয়ে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি আমের ক্যারেট ভর্তি পিকআপ রসুলপুর মোড়ে পৌঁছালে চার্জার ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চালক জলিল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। শিবগঞ্জ থানার এসআই আবদুল গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।