ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের ফুলপুরে অটোরিকশা-বাস মুখোমুখি সংঘর্ষে বাসচাপায় অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুরের বাঁশাটি পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মেরীগাই গ্রামের হযরত আলীর ছেলে অটোরিকশার চালক মিজান মিয়া (২৭) ও একই উপজেলার নগুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোজাহারুল ইসলাম (৩৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুরের নকলা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা ময়মনসিংহ-শেরপুর সড়কে ফুলপুর উপজেলার বাঁশাটি পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মুখোমুখি সংঘর্ষের সময় অটোরিকশাকে চাপা দেয়। এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ৬ জন যাত্রী আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলপুর ও নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অটোরিকশার চালক মিজান মিয়া মারা যান। আর গুরুতর আহত অবস্থায় মোজাহারুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন এ সত্যতা নিশ্চিত করে বলেন, ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অটোরিকশার চালক মিজান ও মোজাহারুল ইসলাম নামে এক যাত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।