মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় ১ শিশু নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন। নিহত শিশু উপজেলার নেজামপুর মরাফেলা গ্রামের সেলিমের মেয়ে মোসাঃ সেফা খাতুন (১১) এবং আহত অপর দুই জন হচ্ছে নেজামপুর মরাফেলা গ্রামের মৃত ভগূরুদ্দিনের ছেলে মোঃ আহসান আলী (৬৫) এবং তার নাতনী চাঁপাই নবাবগঞ্জ সদর থানার বারঘরিয়া লক্ষিপুর গ্রামের মোঃ এনামুল হকের মেয়ে খাদিজা খাতুন (৮)। নাচোল থানা পুলিশ সূত্রে জানা যায়, ১২ আগস্ট ২২ইং শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির সামনে পাকা রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন সেফা খাতুন,আহসান আলী এবং খাদিজা খাতুন। এমন সময় আমনুরা হতে নওগাঁ গামী একটি ট্রাক (রেজিঃ নং ঢাকা- মেট্রো-২৪-৩১১৬) আসার পথে তাদের তিনজনকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে গুরুত্বর জখম প্রাপ্ত হয় তিনজনই। খবর পেয়ে তাদের আত্মীয়-স্বজন চিকিৎসার জন্য নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেফা খাতুন এবং আহসান আলীর অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে রাজশাহীতে চিকিৎসারত অবস্থায় মোসাঃ সেফা খাতুন (১১) মারা যান। আহসান আলী চিকিৎসাধীন আছেন। অপর আহত খাদিজা খাতুন নাচোল উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত গিয়ে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। গাড়ির চালক কে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন বলে ওসি জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।