All Menu

মাপে কম দেওয়ায় ঝিনাইদহ ও কালীগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

হেলালী ফেরদৌসি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জ্বালানি তেল বিক্রিতে পরিমাণে কম দেওয়ার অভিযোগে দুই ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ জিয়াউল হক ও ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার শরিফুল আহসান অভিযান চালিয়ে ইউসুফ ফিলিং স্টেশন ও কালীগঞ্জ উপজেলার মোচিক সমবায় ফুয়েল সার্ভিস নামের দুই তেল পাম্পকে জরিমানা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ জিয়াউল হক জানান, তেল কম দেয়ার অপরাধে দুই পাম্পকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও তেল সরবরাহ করা মেশিন ঠিক করে দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top