বিধান দাস, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আট বোতল ফেনসিডিলসহ এক ইউপি সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক শুকুর আলী (সাবেক ইউপি সদস্য) উপজেলার হোসেনগাও ইউনিয়নের আওয়ামী লীগের ওর্য়াড সহ-সভাপতি। বুধবার বিকালে উপজেলার হাড়িয়া নিয়াপাড়া গ্রামে ফেনসিডিল সহ হাতেনাতে তাকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাণীশংকৈল থানাপুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নিয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র শকুর আলীকে ৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ। এ প্রসঙ্গে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল জানান, মাদকসহ আটক করে এক সাবেক ইউপি সদস্যকে থানা হাজতে রাখা হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।