ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পেট্রোল ও অকটেনে কারচুপি প্রতিরোধে অভিযান চালিয়ে সমবায় সমিতি ফিলিং স্টেশনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী এলাকার সমবায় সমিতি ফিলিং স্টেশনকে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বোদা উপজেলার এলিট, সোনার বাংলা, শাবাব ও সমবায় সমিতি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় পেট্রোল ও অকটেনে পরিমাপে কম পাওয়ায় সমবায় সমিতি ফিলিং স্টেশনকে ৩৫ হাজার টাকা জরিমানা করে এবং পরবর্তীতে মেশিন ঠিক করে তেল বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়। ভোক্তারা যাতে সঠিক মাপে তেল পায় সে লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।